চাঁদপুর: ফেনীত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখা।
বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে ফেনীর বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা স্বশরীরে উপস্থিত হয়ে ফেনী জেলার ফুলগাজী এলাকার বন্যার্ত মানুষদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হুসাইন, সহ-সভাপতি মাওলানা ইদ্রিস, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সংগঠনের নেতারা জানান, দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এরমধ্যে ফেনীবাসি খুবই মানবতার জীবনযাপন করছে। আমরা বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে অসহায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। পাশাপাশি আমরা চাঁদপুরে বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করব।
ফম/এমএমএ/