ফুটবল টুর্নামেন্টে বালক-বালিকা দুগ্ৰুপেই চাঁদপুর পৌরসভা চ্যাম্পিয়ন

চাঁদপুর: বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ (বালক -বালিকা) ফুটবল টুর্নামেন্ট এর ফাইনালে বালক গ্রু‌পে ফ‌রিদগঞ্জ উপ‌জেলা‌কে ২-১ গে‌া‌লে হারিয়ে চাঁদপুর পৌরসভা চ‌্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ক‌রে‌।

অপরদিকে বা‌লিকা গ্রু‌পে হাইমচর উপ‌জেলা‌ দল‌কে ৩-০ গে‌া‌লে হারিয়ে চাঁদপুর পৌরসভা চ‌্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ক‌রে‌।

সোমবার (২৭জানুয়ারি) ‌বি‌কে‌লে চাঁদপুর স্টে‌ডিয়া‌মে দু‌টি গ্রু‌পের ফাইনাল শে‌ষে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রপি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন।

প্রধান অ‌তি‌থির বক্তব‌্য এসময় তিনি ব‌লেন, আমরা চাই কি‌শোর কি‌শোরী সবাই খেলার ম‌ধ্যে থাকুক। আজ‌কে মে‌য়েরা খেলাধূলায় অংশ নি‌চ্ছে এর জন‌্য ছে‌লে‌দের অবদান আ‌ছে। ছে‌লে হিসে‌বে তোমার বোন‌কে উৎসাহ দি‌বে। সমা‌জের অ‌র্ধেক অংশ ঘ‌রে থা‌কে তাহ‌লে দেশ এ‌গি‌য়ে যাবে না। ‌মে‌য়ে‌দের এ‌গি‌য়ে নি‌তে প‌ুরুষ‌দের অবদান র‌য়ে‌ছে, তেম‌নি পি‌ছি‌য়ে পড়ার ক্ষে‌ত্রেও পুরুষরাও দায়ী। খেলায় অংশগ্রহণকারী সকল দল‌কে অ‌ভিনন্দন জানাই । তোমরা তারুন‌্যর উৎস‌বে অংশ নি‌য়ে‌ছো। দেশ বদলাই‌তে হলে আগে নি‌জে‌কে বদলা‌তে হ‌বে। তোমরা ছে‌লে হি‌সে‌বে কোন মে‌য়ে‌কে ইভ‌টি‌জিং করবেনা। মাদ‌কের সাথে জড়া‌বে না। ভালভা‌বে পড়াশুনা কর‌তে হ‌বে। তোমার মাধ‌্যমে তোমার নিজ প‌রিবা‌রের ভাগ‌্য বদলাবে। এক‌টি এক‌টি ক‌রে প‌রিবার বদলা‌ই দেশ বদলে যাবে।

জেলা প্রশাসক বক্তব্য আরো বলেন,আ‌মি আশা ক‌রি চাঁদপুর জেলা যেন বিভাগীয় পর্যা‌য়ে ভাল ক‌রে। সেজন‌্য আমরা ভাল এক‌টি দল পাঠাইতে চাই। জেলার প্রত্যেক সেরা খেলোয়াড়দের বাছাই করে বিভাগীয় পর্যায় পাঠাবো। তোমরা সেখানে জয়লাভ করলেও খুশি। ণা জিতলেও খুশি হবো।

বিশেষ অতিথির বক্তব্য রা‌খেন চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আব্দুর রকিব।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান।

জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, সাবেক জাতীয় দলের ফুটবলার জাহাঙ্গীর গাজী, জাহাঙ্গীর পাটোয়ারী, আমিন মোল্লা, ফ‌রিদগঞ্জ উপ‌জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমান,৪ দ‌লের কোচ ও কর্মকর্তাগণ।

টুর্নামেন্টে বালকদের মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচিত হন চাঁদপুর পৌরসভার ইয়াসিন। যার জার্সি নং ৭। সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কার পান রাব্বি পাটোয়ারী জার্সি নম্বর ১০।

অপরদিকে বালিকাদের মধ্যে সেরা খেলোয়ার নির্বাচিত হয় গোলকিপার পিংকি। সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কার পান তামান্না জার্সি নাম্বার ১১।

উ‌ল্ল্যেখ‌্য গত ২৩ জানুয়া‌রি উদ্বোধনী খেলায় (বালক) কচুয়া ও হাজীগঞ্জ উপজেলা দলের খেলার মধ‌্যদি‌য়ে টুর্ণা‌মে‌ন্টের উ‌দ্বোধন হয়। টুর্নামেন্টে জেলার ৮ উপজেলা ও চাঁদপুর পৌরসভাসহ ( বালক-বালিকা ) ৯টি দল অংশগ্রহণ করে।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম