ফিলিস্তিনে বর্বর গণহত্যার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ

চাঁদপুর : ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উত্তপ্ত চাঁদপুর।

সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে  চাঁদপুর শহর বিভিন্ন স্থানে রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল করছে।

সকালে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর পদক্ষিণ করে শহরের শপত চত্ত্বর মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলটিতে হাজার হাজার ছাত্র-জনতা অংশ গ্রহন করে।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রফ্রন্টসহ সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল করছে।

বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীরা বলেন, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন করে গণহত্যা চালিয়েছে। বড় বড় দেশগুলো নিশ্চুপ। মুসলমানদের উপর বর্বর হামলা নিয়ে কেউ কথা বলছে না। গাজার ইসরায়েলি অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে পৃথিবীজুড়ে মানুষের একতাবদ্ধতা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। বিক্ষোভ মিছিলে দেশবাসীকে ইসরায়েলী সকল পণ্য বয়কট করার আহ্বান জানানো হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম