
চাঁদপুর : ভারতে মুসলিম নির্যাতন, ফিলিস্তিনে ইজরাইলি বর্বরচিত হামলার প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ হেফাজত ইসলাম জেলা শাখা।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা শহরের শপথ চত্বর এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হেফাজত ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাও. লিয়াকত হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেনহেফাজত ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি মো. সিরাজুল ইসলাম, সেক্রেটারী মুফতী মাহবুবুর রহমান, সহ-সভাপতি তোফায়েল হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলাম চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া, পৌর জামায়াতের আমির অ্যাড. শাহজাহান খান, হেফাজত ইসলাম বাংলাদেশ চাঁদপুর জজেলা শাখার নূরে আলম, মুফতি শাহাদৎ হোসেন, মাওলানা হাবিবুর রহমান, মুফতি রশিদ আহমেদ, হাফেজ আবুল হাসানাত, মওলানা আবু জাফর সিদ্দিক, মাওলানা কবির আহমেদ, মাওলানা তারেক হাসান, মাওলানা ইয়াছিন।
বক্তরা বলেন, ইসরাইল একটি ইহুদী রাষ্ট্র। তারা কখনও মুসলমানের শান্তি চায় না। ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবেন না, হে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। চাঁদপুরে ভাই-বোনদের বলতে চাই, ইসরাইল পন্য বর্জন করতে হবে। ইজরাইলের পণ্যে আমাদের মা-বোন, সন্তানদের রক্ত লেগে আছে। আমরা আর মিছিল করতে চাই না, চাই শাস্তি। আমাদের কোটি কোটি মুসলমান তার ভাই-বোনের জন্য রক্ত দিতে প্রস্তুত আছে। সরকারকে বলতে চাই, আন্তজার্তিক আদালতে বাংলাদেশকে কঠোর ভূমিকা রাখতে হবে।
বিক্ষোভ সমাবেশ শেষে একই স্থান থেকে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্তপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ড ইলিশ চত্বরের সামনে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন।
ফম/এমএমএ/