ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি ও সমর্থন থাকবে : অ্যাড. শাহজাহান মিয়া

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২মার্চ) বিকেলে চান্দ্রা বাজার নূরীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার তিনতলা হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। তিনি বলেন, পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত ও অসংখ্য আহত  করেছে ইজরাইলি কাফেররা। এঘটনার গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন এডভোকেট শাহাজান মিয়া।

তিনি এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রমজান মাসের পবিত্রতা ও যুদ্ধ বিরোধী চুক্তি লঙ্ঘন করে এমন বর্বরোচিত হামলা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান এই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ফিলিস্তিনিদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আমাদের তথা সকল মুসলমানের পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি ও সমর্থন আছে এবং থাকবে।

ফিলিস্তিনের নিরীহ মুসলমান ভাইদের প্রতি আমাদের মন থেকে আল্লাহর রাব্বুল আলামীন এর কাছে সব সময় দোয়া থাকবে।

ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ ইকবাল খানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ মনির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির ও  জেলা দায়রা ও আদালতের আইন কর্মকর্তা এডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, চাঁন্দ্রা বাজার নূরীয়া ফাজিল (ডিগ্রী)  মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামাতের সহ-সভাপতি মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জিয়াউল হক মিলন পাটোয়ারী, মাওলানা মোঃ মনিরুল ইসলাম সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ফম/এমএমএ/

মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম