ফায়ার সার্ভিসে অনেক ভাল মানের ইকুইপমেন্ট রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলায় নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর)  দুপুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও উপ-সচিব শহীদ আতহার হোসেন এর সভাপতিত্বে ও চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র এক্সটেনশন অফিসার মো. আব্দুল মান্নানের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আরিফ উল্লাহ সরকার। এসময় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক আব্দুল হামিদ, বৃহত্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভুঁইয়া, চাঁদপুরের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খাঁন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাষ্টার, মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখোয়াত হোসেন সরকার মুকুল, চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য সাখাওয়াত গাজী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আকতারুজ্জামান, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাজিব মিয়া সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দেশের গুরুত্বপূর্ণ ১৫৬ প্রকল্প (সংশোধিত ১৪৩) উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে মতলব উত্তর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ করা হয়। এতে আরো প্রায় ২ কোটি টাকা ব্যয়ে গাড়ি ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট প্রদান করেছে সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনের মাধ্যমে মতলব উত্তর বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এখন কোথাও আগুন লাগলে বা দুর্ঘটনা ঘটলে এ স্টেশনের কর্মীরা জীবন বাজী নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এ ধরনের দুর্ঘটনা ঘটলে অনতিবিলম্বে ফায়ার সার্ভিস ষ্টেশনে জানাতে হবে।

তিনি আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ফায়ার সার্ভিস স্টেশনগুলোতে অনেক ভাল মানের ইকুইপমেন্ট রয়েছে। এতে করে অনাকাঙ্খিত অগ্নিকান্ড থেকে জনগণের জান মাল নিরাপত্তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জনবল ভালভাবে কাজ করতে পারে। এটা আওয়ামী লীগ সরকারের কারণেই সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসে এতো আধুনিক যন্ত্রপাতি অনেক দেশেই নেই। শুধু ফায়ার সার্ভিসই নয়, সকল সেক্টরেই সরকার উন্নয়ন করেছে। শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি, রাস্তাঘাট সহ জনগণকে সকল সুযোগ সুবিধা দিয়েছে সরকার। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই উন্নয়ন অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম