ফসলি জমি ভরাট করলে কাউকে ছাড় দেয়া হবে না: এমপি রুহুল

ছবি: ফোকাস মোহনা.কম

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আভ্যান্তরে ১৭ হাজার একর ফসলি জমি রয়েছে। এসব আবাদি জমি সরকারি নিয়মনীতি না মেনে ভরাট করলে যে কোন পরিচয়ের লোকই হউক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না। অপরাধের জন্য তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। কারণ বৃহত্তর এই সেচ প্রকল্পটি মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মানুষের জন্য আর্শিবাদ। প্রকল্পের আওতাধীন জমিগুলোতে বছরে একাধিকবার ফসল উৎপাদন হয়। এসব উৎপাদিত ফসল দেশের খাদ্যের চাহিদায় বিরাট ভূমিকা পালন করছে।

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে পবিত্র মাহে রমজান উপলক্ষে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যাবস্থাপনা ফেডারেশন ও ইট প্রস্তুতকারী মালিক সমিতির যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পানি ব্যাবস্থাপনা ফেডারেশন উপজেলায় শক্তিশালী ভূমিকা পালন করছে। পাশাপাশি ইটপ্রস্তুতকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। ইটপ্রস্তুতকারী মালিকদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই পরিবেশ অধিদপ্তরের আইন মেনে ভাটা পরিচালনা করবেন। যদি কেউ আইন না মানেন তাহলেই অবশ্যই জরিমানার আওতায় আসবেন।

মতলব উত্তরে পানি ব্যাবস্থাপনা ফেডারেশন ও ইট প্রস্তুতকারী মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি, মতলব উত্তর ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

মেঘনা ধনাগোদা পানি ব্যাবস্থা ফেডারেশন এর সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, উপজেলা কমিশনার (ভূমি) হেদায়েত উল্ল্যাহ, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল্লাহ প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী।

ইসামতি পানি ব্যাবস্থানা ফেডারেশনের সভাপতি শাহজাহান প্রধান, তিস্তা পানি ব্যাবস্থাপনা এসোসিয়েশনের সভাপতি শরিফুল্ল্যা দর্জিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা আখতার হোসেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম