ফসলি জমির মাটি কাটায় ফরিদগঞ্জে এক ব্যাক্তির কারাদন্ড

ফরিদগঞ্জ (চাঁদপুর): ফসলি জমি থেকে মাটি কাটা ও বালুমহাল করার অভিযোগে ইউসুফ আলি কাজল নামে এক মাটিখেকোকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ জানুয়ারি) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) এ আর এম জাহিদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত থেকে জানাগেছে,  উপজেলার চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পূর্ব আলোনিয়া গ্রামের হাতেম পাটোয়ারীর বাড়ির সামনের ফসলি জমি থেকে ইউসুফ আলি কাজল দীর্ঘদিন ধরে মাটি কেটে বিক্রি করছিলো। গোপনসূত্রে সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) এ আর এম জাহিদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা খুঁজে পান। তাৎক্ষনিক তিনি ইউসুফ আলি কাজ কে ১ মাসের করাদণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) এ আর এম জাহিদ হাসান বলেন , দন্ডিতের বিরুদ্ধে পরিবেশ বিনষ্ট করে ক্রমাগত মাটি কাটার অভিযোগ ছিলো। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম