ফরিদপুর: সোমবার (১৩ ডিসেম্বর) সকালে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তানিয়া আকতার এর নেতৃত্বে ফরিদপুর জেলার সদর উপজেলায় হাজী শরীয়তুল্লাহ বাজার নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে হাজী শরীয়তুল্লাহ বাজারের ৩ টি দোকানে অভিযান চালিয়ে মোট ৫২ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ৩ হাজার ৫শ’ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্টে উপস্থিত থেকে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কাজী সাইফুদ্দীন। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে নিম্নলিখিত দোকানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়:
ক) পরিতোষ স্টোর, প্রো: জনাব টিটন সাহা, ঠিকানা: হাজী শরীয়তুল্লাহ বাজার, সদর, ফরিদপুর। জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ৩০ কেজি ও জরিমানার পরিমান ২ হাজার টাকা।
খ) বিমল স্টোর, প্রো: জনাব বিমল সাহা, ঠিকানা: হাজী শরীয়তুল্লাহ বাজার, সদর, ফরিদপুর। জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ১৩ কেজি ও জরিমানার পরিমান ১ হাজার টাকা।
গ) মেসার্স আল নুর এন্টারপ্রাইজ, প্রো: জনাব মোঃ মাহাবুব, ঠিকানা: হাজী শরীয়তুল্লাহ বাজার, সদর, ফরিদপুর। জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ৯ কেজি ও জরিমানার পরিমান ৫শ’ টাকা।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/