ফরিদগঞ্জ মোহাম্মদীয় স্কুল ও মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ

ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল ও মোহাম্মদীয়া মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে একাডেমি ক্যালেন্ডার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে মরহুম মৌলভী নূর মোহাম্মদ খান শিক্ষা কমপ্লেক্স এর অন্তর্ভুক্ত মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল ও মোহাম্মদীয়া মহিলা আলিম মাদ্রাসার সকল শিক্ষার্থীদের মাঝে এসব একাডেমি ক্যালেন্ডার ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেব্বুল্লাহ খান।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবদুল বাতেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদীয়া এতিমখানা পরিচালনা পর্ষদ সভাপতি মাওলানা হারুনুর রশিদ খান, ফারুক আহমেদ, মাওলানা মোহাম্মদ ইয়াহহিয়া, মোহাম্মদ ইব্রাহিম, হাফিজ আহমেদ, হাফেজ মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিরা।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম