
ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহ আলম শেখ এর দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) নয়ারহাট বাজার ইউনিয়ন পরিষদে দোয়া, আলোচনা সভা এবং দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী সভাপতিত্বে, ইউপি সদস্য জাকির হোসেন খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, আর্থ-সামাজিকসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। এ কারণে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাঙালির ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে কোনো অপশক্তিই তাকে দমাতে পারবে না।
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকবে, এদেশ কখনো পথ হারাবে না। শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও সাবেক সভাপতি নুর নবী নোমান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম (সাউদ), সাবেক ছাত্রলীগ নেতা সুমন খান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সদ্যবিদায়ী সকল ইউপি সদস্য ও পরিষদের নব-নির্বাচিত সকল সদস্য, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
দোয়া পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান ।
ফম/এমএমএ/