ফরিদগঞ্জ কেন্দ্রিয় সমবায় সমিতির নির্বাচনে সালাম আজাদ জুয়েল সভাপতি নির্বাচিত

ছবি: সংগ্রহীত।

ফরিদগঞ্জ (চাঁদপুর): বৃহস্পতিবার (২৪ মার্চ) ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি ( বিআরডিবি)  এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে ৪ জন প্রতিদন্ধি প্রার্থী ছিলেন। সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদ জুয়েল প্রতিদন্ধিতামূলক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন। সমিতির ১৯৮ জন ভোটার ভোটারের মধ্যে সালাম আজাদ জুয়েল ৮৮, ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ ৫৩ দ্বিতীয় ও মোঃ কামাল উদ্দিন পাঠান ৪৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহন হয়। আর কোন ভোটার না থাকায় বিকাল ৪টায় ভোট গননা করে ফলাফল ঘোষনা করে। দিনব্যাপী নির্বাচনে ভোটার এবং দর্শনার্থীদের শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিটি এবং প্রশাসনের প্রতি সকলে ধন্যবাদ জানান।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম