ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানের মায়ের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

১৯৭০ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত গণপরিষদের সদস্য, মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রয়াত এ্যাড. সিরাজুল ইসলাম সাহেবের সহধর্মিণী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নৌকা প্রতীকে নির্বাচিত ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান ও জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইয়েদুল ইসলাম বাবুর মমতাময়ী মা ছায়েরা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

উল্লেখ্য তিনি আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২:৪৫ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুর সময় তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম