চাঁদপুর: বসুন্ধরা কিংস ফ্যানস চাঁদপুর জোন কিশোর একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট -২০২২ ফরিদগঞ্জ উপজেলা কিশোর ফুটবল একাডেমীকে ১-০ গোলে পরাজিত করে চাঁদপুর কিশোর ফুটবল একাডেমী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
২৩ মার্চ বিকেলে শাহরাস্তি উপজেলা মাঠে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টে চাঁদপুর কিশোর ফুটবল একাডেমী ও ফরিদগঞ্জ কিশোর ফুটবল একাডেমী দল অংশ গ্রহণ করে।
উওেজনা পূর্ণ উক্ত খেলায় একমাত্র গোল করে মোঃ আমিন সরদার, খেলায় ম্যাচ নির্বাচিত হন কিশোর ফুটবল একাডেমীর আমান উল্ল্যাহ জিসান, উক্ত খেলায় অংশে গ্রহনকারী খেলোয়াড়রা হলো- সৈকত, জিসান, ইয়াছিন, আমিন, হাফিজ, অন্তর, ফরাজী,রাকিব, সিয়াম, রনি,প্রান্ত, প্রিতম।
খেলায় কোচের দায়িত্বে ছিলেন মোঃ ইউছুফ বকাউল,খেলায় সহকারী ম্যানেজারের দায়িত্বে ছিলেন হানিফ বকাউল।
পুরো খেলার সার্বিক তও্বাবাধয়নে ছিলেন টীমের ম্যানেজার ওয়াহিদুর রহমান বাবু।
এদিকে টুর্নামেন্টে চাঁদপুর কিশোর ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হওয়ায় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন ক্লাবের সভাপতি আবু নাছের বাচ্চু পাটোয়ারী।
ফম/এমএমএ/