চাঁদপুর : চাঁদপুরের ফরিদগেঞ্জ পন্য নির্ধারিত দামের চেয়ে বেশি, ভাউচার না রাখা এবং নোংরা পরিবেশে খাবার তৈরী করার দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত যৌথভাবে বাজার তদারকি অভিযান পরচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
নুর হোসেন বলেন, জেলা প্রশাসকের নির্দেশে আজ ফরিদগঞ্জ বাজার ও বাস স্ট্যান্ড এলাকায় বাজার উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে খুচরা পর্যায়ে আলু, ডিম, পেঁয়াজ, স্যালাইন ও ফার্মেসির ওপর তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় আলু ও ডিমের দাম সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে, ভাউচার না রাখা ও নকল ভাউচার রাখার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ভোক্তা অধিদপ্তর লো কার্যালয় কর্তৃক লাবনি বেকারিকে ৪ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ার দায়ে বাসস্ট্যান্ডের আল মদিনা হাসপাতালের ফার্মেসিকে ১৫ জরিমানা করা হয়েছে। সর্বমোট ৫ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন ফরিদগঞ্জ থানার একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/