চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে মূল্য তালিকা ও পন্যে মূল্য না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৭ মার্চ) বিকেলে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অদিপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি বলেন, আজ ফরিদগঞ্জ বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে জামালের মুরগীর দোকানে মূল্য তালিকা না থাকায় ২হাজার টাকা, মাহবুব হোমিও হলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ১০ হাজার টাকা, সূচি কসমেটিকস এ পণ্যে মূল্য না থাকায় ১ হাজার টাকা, বন্ধু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৩ হাজার টাকা, রবিন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
তিনি বলেন, এছাড়াও মাংসের দোকান, মুরগীর দোকান, ফলের দোকান এবং মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। সবাইকে নায্যমূল্যে পণ্য ও সেবা বিক্রির জন্য আইননগত সতর্ক করা হয়েছে।
অভিযান পরিচালনায় সহযোগিতায় করেন চাঁদপুর কৃষি বিপণন কর্মকর্তা মো. কামরুজ্জামান রূপম ও ফরিদগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/