চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত, ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৯০০ কৃষকের মাঝে রোপা আমান ধানের উফশী বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকের হাতে বীজ, সার ও নগদ টাকা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলী মন্ডল।
উপজেলায় কয়েকদিনের টানা বর্ষণে আবাদি আউশ, আমনের বীজতলা এবং রোপা আমন ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর সরকার কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের আজ যে বীজ দেয়া হয়েছে তা ইতোমধ্যে হিমাগারে রাখা হয়েছিলো। সেখান থেকে বের করে আনা হয়েছে। তাই এই বীজ ভিজানোর আগে রোদে শুকিয়ে নিতে হবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে এই ধান বীজতলায় ১৫-১৬ দিনের বেশি রাখা যাবে না। এটা বিশেষ বীজ। ১০০ দিনের মধ্যে এই বীজের ফলন আসে। যা আমন বীনা ১৭ নামে পরিচিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মানুষের হাতে নেই। যে ক্ষতি আমাদের হয়ে গেছে তা কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। আপনাদের যে প্রণোদনা দেয়া হয়েছে তা যথাযথ ভাবে কাজে লাগাতে হবে। কৃষি অফিসার যে পরামর্শ দিয়েছেন তা পালন না করলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন।
এ সময় উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা নুরে আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/