চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে আরিফা আক্তার আঁচল (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার দিনগত রাতে পৌর এলাকার পশ্চিম সাফুয়া গ্রামে এই ঘটনা ঘটে। আরিফা আক্তার ওই গ্রামের আনোয়ার হোসেন মেয়ে ও ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানান, আরিফা আক্তার আঁচল নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
আরিফা মা সাজেদা বেগম জানান, রোববার ছোট মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যাই। পরে সন্ধ্যার পর বাড়ি থেকে ফোন আসে আমার মেয়ে গলায় ফাঁস দিয়েছে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ ডায়াবেটিকস সেন্টার ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে রাতেই মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে সোমবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ফম/এমএমএ/