ফরিদগঞ্জ (চাঁদপুর): ঈদের নতুন পোশাক পেয়ে খুশিতে মাতোহারা ফরিদগঞ্জে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে এই পোশাক বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজ্জ্বলন’।
সংগঠনটির শিক্ষার্থীদের মাঝে ঈদ পোশাক বিতরণ কর্মসূচিতে এদিকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণকালে উপস্থিত থেকে তাদের হাতে পোশাক তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফরিদগঞ্জ পৌর প্রশাসক এ.আর.এম জাহিদ হাসান, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ, সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন গাজী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক নাছির পাঠান, অ্যাডভোকেট আব্দুুর রহমান, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব।
প্রজ্জ্বলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিজা তাসনীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক গাজী মমিন, এফএ মানিক,গিয়াস উদ্দিন এবং সংগঠনের সেচ্ছাসেবীদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি তৌহিদুর রহমান রনি, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, ক্রীড়া সম্পাদক তাহসিন মিলন, নির্বাহী সদস্য নাজির হোসেন, মাহাবুব হোসেন, সদস্য মেহেজাবিন, নির সহ অন্যান্যরা।
ফম/এমএমএ/