ফরিদগঞ্জে সর্বোচ্চ ১৫ রক্তাদাতার সম্মননা দিল প্রজ্জ্বলন

চাঁদপুর: সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজ্জ¦লন’ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য কাজ করা প্রজ্জ¦লনের পাশে দাঁড়িয়ে শিশুদের শিক্ষাসহ সকল কাজে সহযোগিতা করার ঘোষণা দেন অতিথিরা। অনুষ্ঠানে ১৫জন সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে সংগঠনের সভাপতি খাদিজা তাসনিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেসা।

বিশেষ অতিথি হিসেবে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক শাহ আলম শেখ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ বার্তার সম্পাদক বিল্লাল হোসেন সাগর ও বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব প্রমুখ।

আলোচনা শেষে ফরিদগঞ্জ উপজেলায় সর্বোচ্চ রক্তদাতা ১৫জন স্বেচ্ছাসেবীকে সম্মাননা জানায় সংগঠনটি। এছাড়া প্রজ্জ্বলনের শিক্ষার্থীদের শীতবস্ত্র দেয়া হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

ফম/এমএমএ/

মো. বারাকাত উল্যাহ | ফোকাস মোহনা.কম