ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় হেদায়েত উল্লা (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ভাই জাকির হোসেন জানায়, হেদায়েত উল্লা’র ফরিদগঞ্জ পৌর এলাকার চতুরা ব্রিজ ও চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে একটি চা দোকান রয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে তিনি প্রতিদিনের ন্যায় তার চায়ের দোকানটি খোলেন। দোকানে চিনির প্রয়োজন হলে তিনি চিনি কিনতে যাচ্ছিলেন। এসময় রাস্তা পারাপার হতে গিয়ে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর রেফার করেন। পরে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
হেদায়েত উল্লা ফরিদগঞ্জ পৌরসভাধীন পশ্চিম বড়ালী গ্রামের মৃত হামিদ পাটওয়ারীর ছেলে। তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
ফম/এমএমএ/