
ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জের চান্দ্রা ছামাদিয়া ফাজিল মাদরাসার প্রথম শ্রেণী হতে ফাজিল শ্রেনী পর্যন্ত ৮৯জন ছাত্র-ছাত্রীদের মাঝে বার্ষিক শিক্ষাবৃত্তি প্রদান করেছেন আলহাজ্ব লুৎফুর রহমান ফাউন্ডেশন ।
শনিবার (২এপ্রিল) সকাল ১১টায় মাদ্রাসার মিলনায়তনে চাঁদপুর মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ও গভর্ণিং বডি সদস্য ডাঃ সাইফুল ইসলাম সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি বাবদ নগদ অর্থ হাতে তুলে দেন ।
মাদরাসা’র অধ্যক্ষ আ.ন.ম মহিবুল্লার সভাপতিত্বে এবং মাদরাসার শিক্ষক আলমগীর হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য মো. বারাকাত উল্লাহ পাটওয়ারী, আবু তাহের শেখ,বিদ্যোৎসাহী সদস্য দুলাল বকাউল, শিব্বির আহম্মেদ , প্রভাষক মো. আব্দুল মান্নান মিয়া, মো. বেলাল হোসেন ।
আরো উপস্থিত ছিলেন, মাদরাসার শিক্ষক মো. এমদাদ হোসাইন, আঃ কুদ্দুছসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।
ফম/এমএমএ/