ফরিদগঞ্জ (চাঁদপুর): যৌথ বাহিনী ফরিদগঞ্জ উপজেলা সদর বাজার এলাকায় ভ্রাম্যমাণ চেকপোষ্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হসান এর নেতৃত্বে যৌথবাহিনী উপজেলা সদর বাজারে অভিযান পরিচালনা করে।
ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও ফরিদগঞ্জ থানা পুলিশের যৌথ তৎপরতায় ঈদ উপলক্ষে উপজেলা সদর বাজারে অবৈধ স্থাপন উচ্ছেদ করা হয়। অভিযানে অবৈধভাবে রাস্তা দখল করে দোকান করায় ৩জন দোকানদারকে বিভিন্ন ধারায় ১০০০০ টাকা জরিমানা করা হয়।
এব্যাপারে ফরিদগঞ্জে থাকা আর্মি ক্যাম্প প্রেসবিজ্ঞপ্তিতে অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে জানায়।
ফম/এমএমএ/