ফরিদগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্টে ৩৫ গাড়ী তল্লাশি, ৫জনকে জরিমানা

চাঁদপুর : লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ী চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৩৫টি গাড়ীতে তল্লাশি ও ৫জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৫ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার বর্ডার বাজার এলাকায় এই ভ্রাম্যমান চেকপোস্ট বসানো হয়।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, অভিযানে ৩৫টি যানবাহন তল্লাশি করা হয়। এ সময় হেলমেট এবং লাইসেন্স না থাকায় ৫টি গাড়ী ও মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনী কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম