ফরিদগঞ্জে যুবলীগের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবীতে

ফরিদগঞ্জ (চাঁদপুর) : ১৫ আগষ্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, ৭৫এর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, ২১ আগষ্ট হত্যকাণ্ডের মাস্টার মাইন্ড ওপলাতক আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের ও কানাডার আদালতে ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ স্মারকলিপি পেশ ও মানববন্ধন করেছে।

সোমবার (৭ আগষ্ট) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুবলীগ প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য মাসুদ আলম আয়াত, রাসেল মিয়াজী, রায়হানুজ্জামান, পৌরসভা যুবলীগ নেতা আকরাম হোসেন রবিন. হৃদয় কাজী, আল আমিন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মুসফিকুর রহমান ইমু গোাবিন্দপুর উত্তর যুবলীগের যুগ্মআহ্বায়ক মিশু পাটওয়ারী, রূপসা দক্ষিণ যুবলীগ নেতা রায়হান, রূপসা উত্তর যুবলীগ নেতা হাচান প্রমুখ।

এর আগে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর উল্লেখিত দাবীর সমর্থনে স্মারকলিপি পেশ করেছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম