ফরিদগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটির প্রস্তুতি সভা

ফরিদগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটির প্রস্তুতি সভা।

ফরিদগঞ্জ (চাঁদপুর): ২৫ নভেম্বর ফরিদগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারোও মুক্তিযুদ্ধের বিজয় মেলা করার লক্ষে সোমবার (১১ অক্টোবর) ফরিদগঞ্জ পৌরসভার মেয়র কার্যালয় উদযাপন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে, উপস্থিত উদযাপন পরিষদের সভ্যগনের ব্যাপক আলোচনার ও তাদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৫ নভেম্বর-২০২১ তারিখ হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত, কোভিড-১৯ করোনার কারণে সার্বিক দিক বিবেচনা করে স্বাস্থ্য বিধি মেনে, মোট ২১ দিনব্যাপী ফরিদগঞ্জ পৌরসভা মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলা করার সিদ্ধান্ত হয়।

সভায় বক্তব্য রাখেন মেলা উদযাপন পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্যা তপদার, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটী কমান্ডার সুবেদার সরোয়ার হোসেন, এম আলী আহম্মেদ, সফর আলী, পৌর ডেপুটী কমান্ডার আব্দুস সামাদ, মোঃ আছান আলী, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু, সাইফুল ইসলাম রিপন, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি হাসান রাজা পাটওয়ারী, সাধারন সম্পাদক কামাল মিজি, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রহমান পরান, কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, আবুল হাসেম প্রমূখ।
ফম/এমএমএ/

মো. বারাকাত উল্লাহ | ফোকাস মোহনা.কম