চাঁদপুর: চাঁদপুরে মানব পাচার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ২৩ বছর পর গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম বিল্লাল হোসেন (৫২) ওরফে বিল্লাল হাজারী। তিনি উপজেলার পশ্চিম লাড়ুয়া এলাকার হানিফ হাজারীর ছেলে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে ফরিদগঞ্জ পশ্চিম লাড়ুয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান।
ওসি বলেন, বিল্লালের বিরুদ্ধে ১৯৯৭ সালের ৭ জুন সিলেটের জকিগঞ্জ থানায় মানব পাচারের অভিযোগে মামলা হয়। ওই মামলার বিচার শেষে ২০০১ সালের ৩ অক্টোবর সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল হামিদ তাঁকে যাবজ্জীবন সাজা দেন। এরপর থেকে পলাতক ছিলেন বিল্লাল।
ফম/এমএমএ/