
চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ১২ নম্বর চরদু:খিয়া ইউনিয়নের বিশকাটালি গ্রামের বাসিন্দা মৃত সোনা মিয়া মেম্বারের ছেলে প্রবাসী হাবিব (৪৫), তার ছোট ভাই মজিবুর রহমান (৪০) এবং তার স্ত্রী মাহমুদার (৩০) উপর সম্পত্তিগত বিরোধ নিয়ে স্থানীয় মাদক ব্যবসায়ী স্বপন গাজীসহ সংঘবদ্ধ চক্র হামলা করেছে। এতে উল্লেখিত ৩ ব্যাক্তিই গুরুতর আহত হয়েছেন। হাবিব ও মাহমুদা প্রাথমিক চিকিৎসা নিলেও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মজিবুর রহমান।
বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় বাড়ীর দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর আহতদের ভাগিনা আশিক, আনোয়ার হোসেন ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে চিকিৎসার জন্য ভর্তি করে।
আহত হাবিব জানান, আমরা দীর্ঘদিন দেশের বাহিরে আছি। বিদেশে থাকা অবস্থায় আমাদের সম্পত্তি জোর পূর্বক দখল করে নিচ্ছে এবং দখল করার চেষ্টা করছে আমাদের প্রতিবেশী স্বপন গাজী, কামাল গাজী, দুলাল গাজী, লিটন গাজী, বিল্লাল গাজী গংরা। ইতোমধ্যে তারা আমাদের পরিবারের লোকদের উপর বিভিন্নভাবে নির্যাতন করে। এসব কাজে নেতৃত্ব দেয় স্বপন গাজী। আজকে সকালে তারা পূর্বের পরিকল্পনা অনুযায়ী দোকানের সামনে এসে আমাদের নাম ধরে অকথ্য ভাষায় গাল মন্দ করে। ওই সময় তাদের কথার প্রতিবাদ করলে আমাদের উপর হামলা চালায়। তারা লোক হিসেবে ভাল নয়। তাদের পরিবারের লোকজন মাদকের সাথে জড়িত। স্থানীয় লোকদের সাথে আলাপ করলেও তাদের সম্পর্কে জানাযাবে। আমরা এই ঘটনায় আমরা ফরিদগঞ্জ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
স্থানীয় ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিলন জানান, আমি ঘটনাটি জানিনা। নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ত। তবে যারা আহত হয়েছেন, তারা খুবই ভাল লোক। আর যারা হামলা করেছেন বলে জেনেছি, তারা এলাকায় খুবই কম থাকে। মাঝে মাঝে আসে। আমি এই বিষয়ে খোঁজ খবর নিব।
এই বিষয়ে অভিযুক্ত স্বপন গাজীসহ তার পরিবারের লোকদের বক্তব্যের জন্য যোগাযোগ করার চেষ্টা করা হয়। তাদেরকে না পাওয়ায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
ফম/এমএমএ/