ফরিদগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা!

ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় মো. মহিউদ্দিন তালুকদার রুবেল (৩২) নামে যুবককে হত্যার উদ্দেশ্যে শরীরে ও মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। বর্তমানে তিনি ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এই ঘটনায় থানা অভিযোগ দেয়া হয়েছে। এতে অভিযুক্ত ৬জনকে আসামী করা হয়। অজ্ঞাতনামা আরও আসামী রয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার ২নম্বর বালিথুবা ইউনিয়নের কৃষ্ণপুর ওয়াবদা বাজারের ইদ্রিস শেখের দোকানে এই ঘটনা ঘটে। আহত রুবেল কৃষ্ণপুর গ্রামের তালুকদার বাড়ীর মো. বিল্লাল তালুকদারের ছেলে।

অভিযুক্ত আসামীরা হলেন-খাড়খাদিয়া গ্রামের মৃত বাতেন মেম্বারের ছেলে মো. বাইজিদ (২৫), কৃষ্ণপুর গ্রামের মতিন খলিফার ছেলে মো. রাজু খলিফা (২৩), সফিক খলিফার ছেলে মো. ইকবাল খলিফা (২৪), আব্বাস সর্দারের ছেলে মো. আশিক (২৫), নুরু খলিফার ছেলে মো. রাজু খলিফা (২২), খাড়খাদিয়া গ্রামের সাহেব আলী দেওয়ানের ছেলে মো. মাইনুদ্দিন (২৫)।

অভিযোগ ও স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, বাদী মো. মহিউদ্দিন তালুকদার রুবেল কুমিল্লায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। নিজ এলাকায় বিভিন্ন সময় আসলে মাদক সেবন থেকে এলাকার যুব সমাজকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। কিন্তু এসব কথা বলার কারণে মাদকের সাথে জড়িত বখাটে যুবকরা তার বিরুদ্ধে সংঘবদ্ধ হন। এক পর্যায়ে গত ২৯ সেপ্টেম্বর তারা একত্রিত হয়ে রুবেলকে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বেধম মারধ করে রক্তাক্ত জখম করে। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লোক্সে নিয়ে ভর্তি করান। সেখানে রুবেল চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, এলাকার কিশোর গ্যাংসহ এক শ্রেণীর যুবক মাদকসেবন ও ব্যবসায় জড়িত। তাদেরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তবে মাঝে মাঝে বাড়িতে আসলে রুবেল এসব মাদকের বিরুদ্ধে কথা বলেন। এ কারণেই এই ঘটনা। আমরা চাই যারা এই ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হউক।

এই ঘটনায় ফরিদগঞ্জ থানা পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন এবং আসামীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম