
চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে ১৫ বছর বয়সি এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরী ধর্ষনের শিকার হয়েছে। এই ঘটনায় পুলিশ বুধবার (২২ জুন) দিনগত রাতে ধর্ষনে অভিযুক্ত যুবক সোহেল (২৬) কে আটক করেছে।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে আটক যুবককে চাঁদপুর আদালতে প্রেরণ করে। আটক যুবক এক সন্তানের জনক সোহেল ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামের আবদুস ছাত্তর বেপারীর ছেলে।
এর আগে বুধবার (২২ জুন) দুপুরে প্রতিবন্ধী কিশোরী কেরোয়া নিজ বাড়ীতে পুকুরে গোসল করতে গিয়ে ধর্ষনের শিকার হন। ধর্ষণের ঘটনার পর পরই বিষয়টি জেনে বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এরপর ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ধর্ষক সোহেলকে আটক করেন।
পুলিশ জানায়, বুধবার (২২ জুন) দুপুরে উপজেলার পৌর এলাকায় নিজ বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ওই কিশোরী ধর্ষনের শিকার হন। ঘটনার পর ৬ ঘন্টার মধ্যেই ধর্ষক যুবককে আটক করা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের দায়ে অভিযুক্তকে আটক করে আদালতে পাঠানো হয়েছে এবং ধর্ষনের শিকার কিশোরীকে ডাক্তারী পরিক্ষার জন্য আদালতের নির্দেশে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফম/এমএমএ/