ফরিদগঞ্জে বিজয় দিবসে প্রধানমন্ত্রীর গণশপথ সফল করতে প্রস্তুতি সভা

ফরিদগঞ্জ (চাঁদপুর): আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে দেশব্যাপী যে গণশপথ পরিচালনা করবেন, সেটি সফল করার লক্ষ্যে ৭ ডিসেম্বর বৃহস্প্রতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারী,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাজুদা বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটন,সাবেক সভাপতি মানুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার শহিদ উল্যাহ তপদারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বিজয় দিবসে প্রধানমন্ত্রী কর্তৃক শপথ গ্রহনে বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, রাজনীতিবিদ, রোভার্স, স্কাউট, গার্লস গাইড, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ সকল পেশাজীবি মানুষের অংশ গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়।
ফম/এমএমএ/

মো. বারাকাত উল্যাহ | ফোকাস মোহনা.কম