ফরিদগঞ্জে ফারিসার উদ্যোগে মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা

চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন ফারিসা (FARESA) এর উদ্যোগে এসএসসি ২০২৫ সালের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (২২ মার্চ ) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে ফারিসার সাধারণ সম্পাদক প্রকৌশলী মহেশ শর্মার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচারলনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা আক্তার, ফারিসার সমন্বয়কারী ফরিদ আহমেদ রিপন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম পাঠান, প্রাক্তণ শিক্ষক হিতেশ শর্মা, প্রাক্তণ শিক্ষার্থী ও ফারিসার সদস্য হারুনুর রশিদ, রিয়াজ উদ্দিন ফরিদী প্রমুখ।

আলোচনা শেষে সদ্য বুয়েট, বুটেক্স, এমবিবিএস-এ চান্স পাওয়া বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের এবং এসএসসি ২০২৫ সালের ব্যাচের ১০জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম