চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রের অতর্কিত হামলায় মো. মিজানুর রহমান গাজী (৫৫) নামে ব্যাক্তি গুরুতর আহত ও রক্তাক্ত জখম হয়েছেন। এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে রবিবার (১ অক্টোবর) ফরিদগঞ্জ থানায় আহত ব্যাক্তির স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
এর আগে শনিবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত আনুমান সাড়ে ৮টার দিকে উপজেলার চরমথুরা নোয়া বাড়ীর ঘাটায় হোসেন গাজীর কনফেকশনারীর সামনে এই হামলার ঘটনা ঘটে।
মামলার বিবরণ থেকে জানাগেছে, একই বাড়ীর শাহজাহান গাজীর পরিবারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আহত ব্যাক্তির পরিবারের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার সময় শাহজাহান গাজীর ছেলে রায়হান গাজী (২০), জিসান গাজী (১৮) ও শাহজাহান গাজীর স্ত্রী জেসমিন বেগম (৪৫)সহ তাদের ভাড়াটিয়া করা অজ্ঞাতনামা লোকজন সংঘবদ্ধ হয়ে মিজানুর রহমান গাজীর উপর হামলা চালায়। তারা তাকে মারধর ও গলাটিপে হত্যার চেষ্টা করে। একই সময় তাদের সাথে থাকা ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে মাথা কেটে রক্তাক্ত জখম হয়। সঙ্গে সঙ্গে মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। এমন পরিস্থিতিতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তার মাথায় ৭টি সেলাই করেন।
মামলার বাদী রোকসানা বেগম জানায়, ঘটনার পর থেকে বিবাদীরা আমাদেরকে প্রাণ নাশ করে লাশ গুম করার হুমকি দিয়ে আসছে। আমি প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
এদিকে ঘটনার পর থেকে হামলাকারী ব্যাক্তিরা বাড়ী থেকে কেটে পড়েছেন। ঘটনার বিষয়ে তাদের কাছ থেকে বক্তব্য নেয়ার জন্য খোঁজ করা হলে তাদেরকে পাওয়া যায়নি। যে কারণে এই প্রসঙ্গে তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
ফম/এমএমএ/