চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে আরিয়ান আব্দুল্লাহ (৩) নামে শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ওই গ্রামের ছৈয়াল বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত আরিয়ান ওই বাড়ির রবিউল ছৈয়ালের ছেলে।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির বলেন, শিশু আবদুল্লাহ খেলা করেছিল। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। পরে তাকে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি পর ডোবার পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। এরপর শিশুটিকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার বলেন, বিষয়টি দুঃখজনক। শিশু পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়।
ফম/এমএমএ/