ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর): ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পুকুরের পানিতে ডুবে মো. ইউনুছ (২) নামে শিশুর মৃত্যুবরণ করেছে।

মঙ্গলবার (৮অক্টোবর) বেলা ১১টায় খেলাধুলা করতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে এই ঘটনা ঘটে। ইউনুসের নিজ বাড়ী উপজেলার মিরপুর গ্রামের তালুকদার বাড়ী।

তাঁর নানা তাফাজ্জল হোসেন পাটওয়ারী বলেন, গত পরশুদিন বেড়াতে আসে। নাতী এ বাড়ীতে বেড়াতে আসলে তাকে রেখে কোথায়ও যাওয়া যায়না। আমার সাথে সব সময় খেলাধুলা করে সময় কাটাতো। আজও এমন হয়েছে ,লুকিয়ে বাজারে গেছি। ইউনুছ একটু একটু হাটা শিখেছে, হটাৎ করে তাকে না পেয়ে সবাই খোঁজতে বের হয় ।

এ সময় পুকুরে ইউনুছকে ভাসছে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে ।
ফম/এমএমএ/

মো. বারাকাত উল্লাহ | ফোকাস মোহনা.কম