ফরিদগঞ্জে পঞ্চম স্কাউট সমাবেশ শুরু

ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের ফরিদগঞ্জে ৫ম স্কাউট সমাবেশ শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকালে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট সভাপতি তাসলিমুন নেছা।

সমাবেশের যুগ্মসচিব ও স্কাউট যুগ্মসম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার, অফিসার ইনচার্জ আ: মান্নান, উপজেলা স্কাউটস কমিশনার ও ক্যাম্প চীফ হাছিনা আক্তার, স্কাউটস সম্পাদক জিয়াউর রহমান এবং প্রোগ্রাম চীফ ও জেলা স্কাউটস কমিশনার সামছুল আমিন, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাছান মিরাজ, আলমগীর হোসেন রিপন।

৫দিন ব্যাপি এই সামবেশে ৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম