
ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮ নম্বর পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারীর নৌকা প্রতীকের সমর্থনে ২ নম্বর ওয়ার্ড খুরুমখালি কেন্দ্রে উঠান বৈঠক শনিবার (২৬ নভেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন দলীয় নৌকার প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু শাহেদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন মিজি, প্রচার সম্পাদক সুলতান আহমদ রিপন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য ইকবাল হোসেন মিঠু, আনোয়ার হোসেন, সাবেক সদস্য সাইফুল ইসলাম মেম্বার, ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, পৌরসভা আওয়ামীলীগের সহ সভাপতি আব্বাস বেপারি, আওয়ামীলীগ নেতা এস এম টেলু পাটওয়ারী, মহিবুল হাসান রুমান, সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ আলম, ও যুবলীগ নেতা সাব্বির হোসেন প্রমুখ।
ফম/এমএমএ/