ফরিদগঞ্জে নিসচা’র সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে ‘নিরাপদ সড়ক চাই’ এর জনসচেতনতা মূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ হয়েছে।

রোববার (১ অক্টোবর) সকালে ‘নিরাপদ সড়ক চাই’ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি বারাকাত উল্লাহ পাটওয়ারী ও সাধারণ সম্পাদক নারায়ন রবিদাসের সঞ্চালনায় ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ডে নিসচা’র স্বেচ্ছাসেবীরা বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এসময় চালক ও যাত্রীদের মাঝে সড়কে চলাচলের নিয়ম বিষয়ে অবগত করা হয়। পরে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের সঠিক নিয়মে সড়কে চলাচলের বিষয়ে জানাতে ক্যাম্পেইন করা হয়। ক্যাম্পাইন শেষে নিসচার নেতৃবৃন্দ ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজে সমুখ সড়কের পাশে সড়ক সাইন ও স্কুল শিক্ষার্থীদের পারাপারের সুবিধার্থে জেব্রাক্রসিং স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষকে জানানো হবে বলে নিশ্চিত করেন ।

এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক রুহুল আমিন খান স্বপন, সাংস্কৃতিক সম্পাদক শামীম হাসান এবং সদস্য জাহিদুল ইসলাম ফাহিম প্রমুখ।

ফম/এমএমএ/

মো.বারাকাত উল্লাহ | ফোকাস মোহনা.কম