ফরিদগঞ্জে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের চার দিন পর মো. আব্দুল সাত্তার (৮৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বালিচাটিয়া গ্রামে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

লাশ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মণ্ডল।

তিনি বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পংকজ কুমার দেসহ আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

আব্দুল সাত্তার ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তিনি চার মেয়ে ও তিন ছেলে সন্তানের বাবা।

নিহতের বড় ছেলে মো. শহীদ হোসেন জানান, ৪ দিন আগে আব্দুল সাত্তার নিখোঁজ হন। এরপর থেকে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে তাঁর খোঁজ করা হয়। আজ বিকেলে বালিচাটিয়া গ্রামের নোয়া রাজা খান বাড়ির পাশে একটি ডোবাতে অজ্ঞাত মরদেহ দেখতে পান এলাকার জহির হোসেন নামের এক যুবক।

জহির হোসেনের চিৎকার মুহূর্তের মধ্যে স্থানীয় লোকজন ডোবার ধারে জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মো. শহীদ হোসেন মরদেহটি তাঁর বাবার বলে শনাক্ত করেন।

ফম/এমএমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম