ফরিদগঞ্জে দা দিয়ে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

চাঁদপুর :  চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়ালী গ্রামে মা মনোয়ারা বেগম (৬৫) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড ছেলে মমিন দেওয়ান (৪২)। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বুধবার (২৭ অক্টোবর) ভোরে ওই গ্রামের দেওয়ান বাড়ীতে এই ঘটনা ঘটে। হত্যার শিকার মনোয়ারা বেগম ওই বাড়ীর মৃত আব্দুল হাশেম এর স্ত্রী। হত্যাকান্ডে অভিযুক্ত মমিন দেওয়ান বিবাহিত ও দুই সন্তানের জনক।

ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, ভোর রাতে দেওয়ান বাড়ীর বসতঘরে মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে পালিয়েগেছে মর্মে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাথমিক অনুসন্ধানে জানাগেছে অভিযুক্ত আসামি একজন মানসিক রোগী এবং পূর্বে আরো একটি হত্যা মামলায় কারাগারে ছিল। গত ৩ মাস পূর্বে সে জামিনে আসে এবং তার মা ভাগ্নিকে মেরে ফেলবে বলিয়া হুমকি দিত এবং মারধোর করতো।

ঘাতক মমিনের ভাগিনা আশিক জানায়, তার নানী মনোয়ারা বেগম ও তার বোনকে মামা মমিন প্রায়ই মেরে ফেলার হুমকি দিত। ঘটনার পর পালিয়ে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ছবি দেয়া হয়। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আসামী হত্যাকান্ড ঘটিয়ে পালিয়ে যায়। সকাল ৯টার দিকে তাকে পৌর এলাকার ভাটিরগাঁও থেকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। হত্যা কান্ডে ব্যবহৃত দা ও মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম