ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী তাঁতী লীগের ২১ সদস্যের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ আওয়ামী তাঁতী লীগ চাঁদপুর জেলা শাখা ।
সোমবার (২৫ অক্টোবর) ফরিদগঞ্জ উপজেলার মো. কাইউম গাজীকে আহবায়ক ও মো. মিজানুর রহমানকে যুগ্ম- আহবায়ক করে ২১ সদস্যের কমিটির অনুমোদন দেন জেলা আওয়ামী তাঁতী লীগের বারপাপ্ত সভাপতি মেজবা সুমন ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটওয়ারী।
কমিটির অন্যরা হলেন যুগ্ম আহব্বায়ক মো. ফয়সাল ভূঁইয়া, যুগ্ম আহব্বায়ক মো. নুরনবী জুয়েল, যুগ্ম আহব্বায়ক মো. সেলিম হোসেন ।
সন্মানীত সদস্যরা হলেন, রুবেল বেপারী, বিল্লাল গাজী, মো. সোহেল ক্বারী, আল আমীন ছৈয়াল, শাহাজাহান খান, সালেহ আহম্মেদ টুটুল, হাবিবুর রহমান, মো. নজির গাজী,সামছুল ইসলাম পাল, বিল্লাল হোসেন গাজী, হাসান খান, হোসেন খান, কামাল হোসেন মিজি, সাইফুল মিয়া, শামীম আহম্মেদ তপদার, কিরন বেপারী।
ফম/এমএমএ/