ফরিদগঞ্জে জাহানারা কাঞ্চনের মৃত্যু বার্ষিকীতে দোয়া, এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ

ফরিদগঞ্জ (চাঁদপুর): বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ফরিদগঞ্জে নিরাপদ সড়ক দিবস ২০২১ ও জাহানারা কাঞ্চনের ২৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয় ।

শুক্রবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নিরাপদ সড়ক চাই,ফরিদগঞ্জ উপজেলার উদ্যোগে ফরিদগঞ্জ প্রেসক্লাবের গেইট থেকে একটি র‌্যালী বের হয়ে বাজারের সড়ক প্রদক্ষিন করেন ।

বাদ জুম্মা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ দোয়া আয়োজন করা হয় ও অর্ধশতাধিক মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয় ।

ফরিদগঞ্জের বালিথুবা(পঃ)’র সিদ্দিকিয়া এতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসায় এই আয়োজন করেন নিরাপদ সড়ক চাই, ফরিদগঞ্জ উপজেলা ।

ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী মিলাদ দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে অংশগ্রহন করেন ।

মাদ্রসার পরিচালক মাওলানা জাহাঙ্গীর আলম মিলাদ ও দোয়া পরিচালনা করেন । দোয়া ও মিলাদ শেষে অর্ধশতাধিক ছাত্রদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয় ।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিসচা ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো.বারাকাত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো.জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মো. মামুনুর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক মো. সেলিম.সদস্য বাকি বিল্লাহ তপদার, শাহাবুদ্দিন, মোহাম্মদ হোসেন ও মাদ্রার ছাত্রবৃন্দ ।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম