চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জাতীয় শোক দিবসে জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চাঁদপুর ৪ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডা: হারুন অর রশিদ সাগরের উদ্যোগে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
খোজ নিয়ে জানা যায়, ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবসে সকাল ৮ টায় উপজেলার ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন এর চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্প এ গরীব অসহায় রোগিদের চিকিৎসা সেবা দানের জন্য রোগী দেখবেন, সকাল ৯ টায় উপজেলা আওয়ামীলীগের শোক দিবসের কর্মসূচিতে অংশ গ্রহণ, সকাল ১১ টায় ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগ আয়োজিত শোকসভা, মিলাদ দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ।
বিকেলে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ, বিকেল ৫ টায় ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামীলীগের শোক দিবসের কর্মসূচিতে অংশ গ্রহণ এবং বাদ আছর উপজেলার সকল ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদে মিলাদ দোয়ার আয়োজন করেছে নিজ উদ্যোগে।
ফম/এমএমএ/