ফরিদগঞ্জে চেক পোস্টে দুই মাদক কারাবির গ্রেপ্তার

চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ বর্ডার বাজার এলাকায় যৌথ বাহিনীর চেক পোস্টে মাদকসহ কিরোন হোসেন (৩৮) ও মো. বাহার (৩৫) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বর্ডার বাজার চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে এই অভিযান পরিচালিত হয়।

শনিবার (৫ এপ্রিল) সকালে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা আইন বাস্তবায়নে ফরিদগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় মাদকসহ কিরোন হোসেন ও মো. বাহার গ্রেপ্তার হয়।

তাদের কাছ থেকে ২৮পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত দ্রব্যাদি ও গ্রেপ্তার দুই মাদক কারবারিকে ফরিদগঞ্জ থানা পুলিশেল নিকট হস্তান্তর করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমন সহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম