ফরিদগঞ্জ (চাঁদপুর): ‘মুজিববর্ষের আহ্বান,যুব কর্মসংস্থান’ এস্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক (রাজস্ব) গাভীপালন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদগঞ্জ’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংর্ঘের মিলনায়তনে শনিবার (২৫সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকার সময় ফরিদগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাভোকেট জাহিদুল ইসলাম রোমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মাকসুদুল হক,পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘের সহ-সভাপতি নুরে আলম ভুট্টো, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন স্বপন প্রমুখ।
সপ্তাহ ব্যাপি প্রশিক্ষণে বিভিন্ন গ্রাম থেকে আগত যুব বয়সের নারী পুরুষদেরকে গাভীপালন প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হবে।
ফম/এমএমএ/