ফরিদগঞ্জে গাছের ডালের চাপায় শিশুর মৃত্যু

শিশু নিসা। ছবি: সগ্রহীত।

চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুরে গাছের ডালে চাপা পড়ে নিসা নামে ৬ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

নিসা উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের উত্তর চৌরাঙ্গা গ্রামের মো. ইসমাইল হোসেনের মেয়ে। স্থানীয় শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের শিশু শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, দুপুরে ওই শিশুদের বাড়িতে ঘর নির্মাণ কাজের উদ্দেশ্য গাছ কাটা হচ্ছিল। ওই গাছের নীচে নিসাসহ কয়েকজন শিশু এক সাথে খেলা করছিল। গাছের ডাল পড়ছে দেখে দুই শিশু দৌড়ে সরে গেলেও নিসা সরতে না পারায় গাছের ডাল তার গায়ে পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম