ফরিদগঞ্জ(চাঁদপুর) : ২০২১ সালের প্রকাশিত ফলাফলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৪২৭ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসিতে ৩১৭জন, দাখিলে ১০৯জন এবং ভোকেশনালে ১জন জিপিএ-৫ পেয়েছে।
এসএসসিতে মোট ৪৫৯৩জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৪৩৫জন। পাশের হার ৯৬.৪৬ ভাগ।
এরমধ্যে উপজেলার চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩৩জন , ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে ৩১জন এবং ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৩০জন জিপিএ-৫ পেয়েছে। দাখিলে ১৭৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৬৭১ জন। পাশের হার ৯৬.৪৬ ভাগ।
এর মধ্যে মুন্সিহাট আলিম মাদ্রাসায় ১৬জন, ইসলামপুর শাহ্ ইয়াছিন আলিম মাদ্রাসায় ১০ , কড়ৈতলী আলিম মাদ্রাসায় ১০জন জিপিএ-৫ পেয়েছে।
এছাড়া ভোকেশনালে ২৩৫জনের মধ্যে ২১৫জন পাশ করেছে ।
পাশের হার ৯১.৪৮ ভাগ। ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে ১জন জিপিএ-৫ পেয়েছে। এদিকে এসএসসিতে ৬টি প্রতিষ্ঠান ও দাখিলে ১০টি প্রতিষ্ঠানে শতভাগ তথা সকলেই পাশ করেছেন।
ফম/এমএমএ/