ফরিদগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ও প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

ফরিদগঞ্জ (চাঁদপুর) : ‘তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার? এ শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে র‌্যালী শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, ভাইস চেয়ার‌্যামন জিএস তসলিম, মাজুদা বেগম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান প্রমুখ।

এরপরে দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাড়াও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, যুব উন্নয়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, প্রাথমিক শিক্ষা অফিসার সহ অনেকেই উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম