ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর ভরাট, হামলায় গৃহবধু আহত

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বালি দিয়ে পুকুর ভরাট করেছে অলি আহম্মদ ও সালেহ আহম্মদ গংরা। পুকুর ভরাট করার সময় গৃহবধু রাজিয়া বেগম কাজ না করার জন্য বাঁধা দিলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে তার পা ভেঙ্গে দেয়।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার টোরামুন্সির হাট ভূঁইয়া বাড়ির পাশে পুকুর পাড়ে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে রাজিয়া বেগম চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রাজিয়া বেগম  উপজেলার টোরামুন্সির হাট ভূঁইয়া বাড়ির মোহাম্মদ উল্লাহর স্ত্রী।

আহতের স্বামী মোহাম্মদ উল্লাহ জানান, আমাদের পৈত্রিক সম্পত্তির সাড়ে ৪ শতাংশ জমির পুকুরটি জোর পূর্বক লোকজন নিয়ে বালি দিয়ে ভরাট করছে অলি আহম্মদ ও সালেহ আহম্মদ গংরা। শুক্রবার দুপুরে আমার স্ত্রী রাজিয়া বেগম প্রতিপক্ষ
অলি আহম্মদ ও সালেহ আহম্মদ কে কাজ না করার জন্য বললে তারা ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করে। এ সময় লোহার রডের আঘাতে তার ডান পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে।

তিনি আরও জানান, আমরা এলাকায় দিনমজুরের কাজ করি। অলি আহম্মদ ও সালেহ আহম্মদরা এলাকার প্রভাবশালী হওয়ায় ভয়ে এলাকার কোন মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় না। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি। বিভিন্নভাবে আমাদেরকে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। তবে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত ব্যাক্তিদের পাওয়া যায়নি। যে কারণে তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম