ফরিদগঞ্জ(চাঁদপুর) : চাঁদপুর জেলার ফরিদগঞ্জে আগুণে বসত পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়াঁ গ্রামে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস টিম এসে আগুণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুণে প্রায় ৩লক্ষাধিক টাকার সম্পদ ভষ্মীভূত হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত পরিবারের।
আগুণে ক্ষতিগ্রস্ত হুমায়ুন খাঁ স্ত্রী শাহিনুর বেগম জানান, মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে আমি রান্নাবান্নার কাজ শেষে পাশের বাড়িতে গিয়েছিলাম। কিছুক্ষণ পরেই বাড়ির লোকজন আমার ঘরে আগুন দেখতে পেয়ে আমাকে জানায়। আশেপাশের লোকজন এবং ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আমার সর্বস্ব পুড়ে গেছে। এতে আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফরিদগঞ্জের ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন জানান, আগুণে বসতঘরসহ ৩টি ঘর পুড়ে গেছে।
ফরিদগঞ্জ থানার এসআই খোকন বলেন, আগুনের সংবাদ পেয়ে আমরা ঘটনার স্থান পরিদর্শন করেছি।
ফম/এমএমএ/